কবিতার বয়স বাড়ছে
তাই সে শুধু
শব্দকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় ;


কত অজানা পারাপার করে
ধাতু বলয়ে প্রাকৃত অপ্রাকৃতে
সাধু চলতি গুলিয়ে মিলিয়ে
ভাবের জারণ বিজারণে
সে আকাশ আঁকে
মাটিতে গড়াগড়ি খায়।


বাতাসে ধর্মের কল শিখিয়ে পড়িয়ে
খেটেখুটে ঘেঁটেঘুটে এবং ছিঁড়েফুঁড়ে
সে জীবন শেখে।


তাও অনেক তো হল?
এবার অনন্ত এ জনপদে ঘটুক জনসংযোগ
কবিতা হোক সহজ সতেজ চিরনবীন ।