কিছু না থাকাটাও অনেকটাই থাকা
তাতেই জমা করা বিশ্বাসে
পা পা এগিয়ে গিয়ে
তুমিও কিছু ধৈর্য কিছু আন্তরিক কিছু হৃদয় আগুন
সঞ্চয় করতেই পারবে ;
যারা বলেছিল – আমরাই আছি
তোমরা সব নাই হয়ে যাও
তাদেরও ভাবনায় কানাকড়ির সাথে কিছু মানবিক
জমা করতেই হবে ।
দিনের নিয়মে বিকেল গড়িয়ে আসা
মধ্য গগনে কিছুতেই কেউ মনে রাখে না
পাহড়ে উঠেই বার বার খাদ থেকে বাঁচার চেষ্টা করে
অস্তিত্বের অবস্থান সমতল ভুলে যায়
নদীর স্রোতে ভেসে যাওয়াটাই সত্যি ভেবে
সমুদ্রের মিলন মোহনাকে ধরে নেয় হারিয়ে যাওয়া
অনন্তের মাঝে এক আঁচলা জলই তেষ্টা মেটায়
তখন অনেকটাই জীবন পাওয়া ।