ঘন হয়ে ভিজে যায় চরাচর
দূর দৃষ্টি সরে আসে খুব কাছে
সাঁতরে এপার ওপারে
পলক গুনতে থাকে বৃষ্টির ফোঁটা।

ছাদের আলগোছে সকাল ভাসে
টুপটাপ
আঁচলের লোভ মাথা সামলা
ভিজতে শিখে যায়।

পেছনে ক্ষোভের দরজা
টইটুম্বুর নদীতে সদর কথা  
পরকীয়া খুঁনসুটিতে মগ্ন
মেঘ বরণে মেঘমালার রূপকথা।


জলাকার মানচিত্রে
গড়িয়ে পড়া সবুজ উদ্দাম
ভিজতে ভিজতে তোমার দ্বারে
জানলা খুললে  
হিমেল প্রেমের পরশ।