দু-পায়ে দাঁড়িয়েও তুমি বুকে হাঁটছ ?
আমি অবাক হয়ে মাড়িয়ে যাওয়া ঘাসের পাশে
তোমার বাস দেখি নাশ দেখি আর অসহায় বৃত্তি দেখি ;
নিজের ভয়ে নিজেকে লুকিয়ে রাখার আস্তানায়
ধ্বংসে যাদু সঞ্চয় করতে
বিলাসী মুখোশে রাত বিরাত কেবল হিস হিস আর হিস হিস ।
অন্তত একবার সোজা হয়ে দাঁড়ালেই আকাশ
দিগন্ত প্রসারিত গাছেদের ব্যসন ব্যঞ্জন
মাটির চতুর সংকেতে ফসল উন্মাদনা
আর মেরুদণ্ড বরাবর গোলাপের ছন্দ বিবরণ ।
এসব ছেড়ে তুমি
তুমি শুধু শুধু বুকে হেঁটে
মিথ্যে বেসাতির অলীক অধিকার খুঁজেই চলেছো ।