নৌকোর গলুয়ে বসে দেখছি নদীকে
পাঁক ঘেঁটে পাড় থেকে ভেসেছি পুকুরে
কাদাময় মাঠ ঘাট ছেড়েছি মাটিকে
সাগরে যাই নি আমি সে যে বহুদূরে ।
পথজুড়ে শুধু ধুলো চিনেছি স্বার্থের
পাশে ওরা গায়ে জ্বালা  হিংসাকে
অন্যের জমা দেখে ছাড়িনি লোভের
বাসনায় গেঁথে মালা চাই প্রশংসাকে ।


গাছের গোড়ায় বসে কেটেছি জঙ্গল
তাতেই বানিয়ে ছাদ ভাবছি আকাশ
ফুল ফল দিয়ে ভোগ চেয়েছি মঙ্গল
জীবনের খোঁজাখুঁজি তবুও হতাশ ।
এখনও বেঁচে বর্তে আছি পৃথিবীতে
এবার তোমার হব আমার তুমিতে ।