হতাশা কেবল লোভের থালা মাত্র
যত দাও কেবল ফাঁকা আর ফাঁকা ,
কে যেন খেয়ে যাচ্ছে ভেবে রাত কাবার
সকালে আবার অপূর্ণ নিশ্বাস
মনেই থাকে বদ হজমের ভয়
ঢেকুর তুলে পেটটা খালি করে
আবার সেই চাই চাই আরো চাই ।
লুট করে নেওয়া ঠিকানা খুঁজতে খুঁজতে
দুপুর পেরিয়ে পিছনে পড়ে রইল আশা
তাকে তৃপ্তির গান শোনাতে
বার বার তোমার এত কুণ্ঠা কেন ?
বাইরের এত পর্যাপ্ত আলো বাতাস
চোখ পেরিয়ে চোখে চোখ রাখতেই পারল না
দিতে  শেখা হৃদয়ের বিষয়টুকু
ভাবুক হতেই শিখল না ।
মুঠোতেই ধরে রাখা পৃথিবীতে
কেন ধরে রেখেছো থালা ?
এবার পূর্ণ বিশ্বাসে
হাতে হাত গড়ে উঠুক বাঁচার নিশ্বাস ।