পৃষ্ঠা উল্টে এক এক করে তোমাকেই পাই
চিত্র বিচিত্র যত সম্ভার
সবই গড়াগড়ি খায় মাটিতে
উল্লাস করা ভাবনার বৃষ্টিতে রোজ ভিজে ওঠে
জন্মজন্মান্তরের সকাল বিকেল ,
তুমি তারই কোন পথ ধরে
আজও অনস্বীকার্য ।
অবস্থানের লক্ষ্য ভ্রমণে
অযাচিত সুর ওঠে প্রায়ই
শ্রমণের বিভাজনে আত্মীক মর্যাদা আদৌ ক্ষুণ্ণ হয়নি
যা কিছু আলোর মালা
সবই কোথাও না কোথাও অন্ধকারের চালচিত্র ।
যারা লোপাটে উদ্যত ফণা
তাদেরই বারংবার শুধু ধ্বংস আর ধ্বংস ,
রাজত্বের এপার ওপার দুইপারে
নিজে থাকাতেও নেই আর নেই ।
উৎসবের রাতে লোকালয়
নিজেরাই নিজেদের কাটাছেঁড়া করে
কে আর কতটুকুই বা উপভোগের থালা সাজায়
পৃষ্ঠা কেবল আঁচড় কেটেই পড়ে থাকে
কালোর জঙ্গলে সাদা আর সাদা ।