উড়ে চলে আরো দূর পালক মেদুর
মেঘেদের পাড়াময় বিষণ্ণ বিধুর
সাতরঙা পালকিতে হৃদয়ের সুর
উন্মুখ বিস্ময়ে দেখে চকিত চিকুর।

ডানার গন্ধ দুপুর পাখিদের ওম
পলকা বিষয়ী বোধ আগামী সোম
শঙ্খচিল চঞ্চু সুখ আবেগ দৃষ্টিতে
দিগন্তের মহাশূন্য লিখেছে মুষ্টিতে।

পথহারা পথিকের কুড়ানো পালক
আজও মোহের মুখে চঞ্চল বালক
ঝিলের ধারে নিঃশব্দে ছড়ায় অপার
খুঁটে খুঁটে ঘরবাড়ি আকাশ সবার।


না-বলা পতনশীল খুঁজছে ভূলোক
দুলকি চাল বাতাসে উদ্ভ্রান্ত আলোক
মুহূর্ত মুক্তি বিলাস পরিযায়ী চালে
নরম বোধের স্পর্শ ছোঁয়ায় কপালে।


একশিরা যন্ত্রণায় কাটাকুটি মন
ডানা ঝাপটায় ঊর্ধ্বে তৃষ্ণার্ত যাপন;
পলকে পালক তবু আরো কাছাকাছি
প্রেম আঁকা তুলি রঙে করে নাচানাচি।