(১)
মেঘ জমিয়ে রেখো না
পারলে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে যাও ,
পুরো ঘর ভিজে গেলে
দুজনে হাত লাগিয়ে ছাদ বানাতে পারবে ।


      (২)
গাছের কাছে যেমন গাছ হবো না
তেমনি মাটির কাছে মাটিও হবো না ,
যেটুকু পারবো যতটুকু
গাছের ছায়ায় মাটি চষবো ।


   (৩)
ঘরের ভেতর ঘর সাজিয়ে
বসেছিল ঘরোয়া
বাইরের হাতছানি পেরিয়ে
সেই সঞ্চয়েই ঘর পূর্ণ ।