গাছতলায় একা হয়ে দাঁড়িয়েছিল
ভাবেনি পেয়ে যাবে দু'চারজন ,
মন আনন্দে নেচে উঠেছিল সঙ্গীর সঙ্গতে ;
শুরু হলো আরো ভাল করে বাঁচার অভিযান
প্রাণ খুলে মনের সাথে মনের মিলনে
মুখর হতে চেয়েছিল
ফুল ফলে পশু পাখির উদার আকাশ ।
জুটে গেল মেঘ বৃষ্টি ধুলো ময়লা
ঝরা পাতার অনাদর , যুজতে থাকা অস্বস্তি
স্রোতের অসহায় আবদার
আর বিকেলের অলস ছলাকলা ।
গাছতলা আর একা থাকল না
বাঁধনহারা উদ্দাম মিলিয়ে গেল গোপন ছলাকলায়
হা-হুতাশের ব্যাকরণ অসংলগ্ন বৈচিত্র্য
আদুল গায়ে হেঁটে বেড়াতে লাগল
ধ্বংসের বিরাগভাজন ।
চঞ্চল পাতার ফাঁকে সবুজের প্রণতি দিশেহারা
সূর্যের সম্ভাবনায় তন্ত্রের অগণন পরিপাক
মুখেই মুখ ঢেকে আছে মুখোশে
আর একা হয়ে দাঁড়িয়ে থাকা রয়ে গেছে
শুধু গাছতলা নেই ।