প্রতিদিন বিকিকিনির সামনে দাঁড়িয়ে থাকি
যদি আমাকে কিনতেই আমি
কিছু বেশি খরচ করে ফেলে
দরদাম না করে যদি ঠকে যায়
আসল নকলের ফারাক যদি শিখতে না পারে
দিন রাত পাহারায় আমি তাই সজাগ থাকি ।


তবু খরচের শেষ নেই
ঠকতে ঠকতে পিঠ ঠেকানোর দেওয়াল নেই
আসলটাই কখন নকলের সাথে মিলেমিশে একাকার
বুঝতে বুঝতে দিনরাত সজাগ
কুরে কুরে খাওয়া ভয়ের ষড়যন্ত্রে
অতীষ্ঠ সময় সকল ।


বিকিকিনি বাজার ছেড়ে উধাও
রাস্তা জুড়ে প্রসরায় শুধু বৈকালিক খিদের গান
সোজা মেরুদণ্ডে চলতে থাকা যুবক
রহস্য বিক্ষুব্ধে আনচান ।
সরলের রৈখিক বন্ধন
অনাদরে আর্তনাদের গন্ধ শুঁকে শুকে বড় হয় ।
আর আমাদের অধিকার অবসর
শুধুই জপমালা কেনাকাটা করে ;
দিকে দিকে উঠে গেছে পাহারা
এখন লাগাম সবার হাতে ।
০-০-০-