(সনেট)


দুঃখ আর ভুলগুলো সঙ্গী করে আমি
নিজের প্রত্যয়ে নিজে নিত্যকর্ম করে,
প্রত্যহ বাঁচতে শিখি গড়ি যে স্বভূমি
আমিও যে নাগরিক পৃথিবীর 'পরে।
কান্না আর কষ্ট ব্যথা শতদল প্রাতে
রোদ ছড়ায় আকাশ প্রাণের সরণে
আমাকে বাঁচায় সে যে মানুষের সাথে
ফুলে ফলে নিত্য সৃষ্টি আমার বরণে।


ভাগ্যে যা জুটেছে দানা তাই যে পরম
আরো বেশি গাড়ি বাড়ি অ-সুখ সম্পদে
আমার যোগ্যতা দেয় তাই যে চরম
ভোগ করি জীবনীকে উদার আনন্দে।
আমাকে আমি যে চিনি আমার বাস্তবে
আমার চলার পথ শান্তি অনুভবে।
                 ------