আরও একবার বার বার প্রমাণিত
মানুষ আজও সেই ইতর শ্রেণি বিশেষ ;
দুটো হাত আসলে
যেন তেন প্রকারে নিষ্পাপ ছিঁড়ে ফুঁড়ে
পাপ ঘেঁটে পাপী হয়ে যায় ।
নিজেই নিজের শক্তির খোঁজে অস্ত্র হয়ে
ফাটিয়ে ফুটিয়ে খুঁচিয়ে খুবলিয়ে বঁটি বঁটি করে
ধ্বংসস্তুপেই তার শান্তি খোঁজে ।
তারপর সেই সূত্রে ছড়িয়ে দেয় অশান্তির আঁচ
তাতেই জ্বলতে থাকে আগুনের পর আগুন ;
জীবনের এই প্রশ্নচিহ্নে
মাথায় হাত কোথায় কতদূরে ?
জীবনের প্রমাণ জীবন কবে দেবে ?
           -০-০-০-