(১)
কেউ দুঃখের অনুকরণ করে না
অনুসরণ করে সুখের ,
সুখ দুঃখের এই ছাড়পত্রে
তুমি আমি বেঁচে থাকি সঙ্গোপনে ।


   (২)
ঘরের উঠোনে জল এসে দাঁড়ালে
নাড়া দিয়ে যায় স্রোত ,
তখনই বড় অস্বস্তির জলজ চর্চা
পাড়ায় পাড়ায় চলতেই থাকে ।


         (৩)
ভিজতে ভিজতে বেড়ে যায় বয়স
স্পষ্ট হয়ে ওঠে শরীরের ভাঁজ
বৃষ্টির রিমঝিম শব্দে
কেঁপে কেঁপে ওঠে বিরহের অবগাহন ।


       (৪)
তুমিও জানতে
তোমার বিশ্লেষণ সার্বজনীন ছিল না ,
তবুও প্রেম প্রেম খেলা খেলতে খেলতে
নিজেই নিজের খাদ হয়ে গেলে ।