আমি কোথাও আর উপলব্ধ নই ,
পাতা ঝরার মত ঝরে যাচ্ছি
ঘরে বাইরে ।
নষ্ট শেকড় ধরে বসে আছি
শাখা প্রশাখায়
দেওয়া নেওয়া বুঝতে বুঝতে
ঘরের খড়কুটো বাইরে
আর বাইরের ধুলোময়লা ঘরে
পাখিদের ঠোঁটের ভারে
জমা করেই চলেছি।
হাতধরা বাতিঘরে বিক্ষিপ্ত আলো
এই ভাবি আমিই আকাশ
পরক্ষণে মাটিতে আছাড়
দিগভ্রষ্ট সম্ভাবনা;
তবুও স্রোতমুখী অনন্ত হাওয়ায়
আমার দিশা আমাকেই খুঁজে মরে।
কেউ দেখবে না
জীবন আমাকেই হাতে হাত ধরে
কোথাও না তোমাকেই খুঁজে নেবে।
        -০-০-০-