কোন কিছুই আমাদের আর
করে না হতবাক
মরার চেয়ে আর কিছু ভাই,
করে না যে নির্বাক?
বাঁচার শুধু তাগিদ দেখি
কেউ বাঁচাতে চায় না
নিজের দিকে ক'জন আর
তুলে ধরে আয়না?


ঘর গোছাতে ঘর পোড়ায় গোবরের মত হাসে
নিজের দহনে আরো আক্রোশ ঘটায় বুদ্ধিনাশে।
ভয়গুলো সব লুকিয়ে পড়ে আরো ভয় দেখে
ভয়ের সামনেও অভয় তাই থাকে মুখ ঢেকে।


কাকে দেখে কি শিখব? সবই তো ছন্নছাড়া?
আমার আমি অতিষ্ঠ আজ, বড্ড দিশেহারা!
তবুও ভ্রমর গোলাপ বনে আজও গুনগুন গায়
সেদিকে চেয়ে আমার বাঁচা আলো ছড়িয়ে যায়।