ভেজা রাস্তা চলতে পিছল চলছে হাঁটি হাঁটি
ঘাসের গোড়ায় জল জমেছে ডুবছে দেশের মাটি,


নদীর বুকে ধরেছে না জল বন্যার লুকোচুরি
ছলাৎ ছলাৎ ছাপিয়ে যায় শ্রাবণ বাহাদুরি;


অভিমানে দমকা হাওয়া ভেজায় উদাস মনে
আকাশ জুড়ে টাপুর টুপুর আলাপ সারাক্ষণ।


ছাদ গড়িয়ে শ্যাওলা বেয়ে সবুজের আহ্লাদে
জানলা খুলে প্রেম রিমঝিম বাইরে ঘরে আস্বাদে।


উড়ছে মেঘের এলোমেলো বুকের ভেতর দামিনী
মাথায় ছাতায় চলছে বকুল ফুটছে সাদা কামিনী,


যায় ভেসে যায় ভাসিয়ে যায় বৃষ্টি বাংলা প্রাণ
জীবন জুড়ে এই আশার স্রোত চিরকাল বহমান।