উঠোনের জমা জলে
আর গভীরতা মাপি না ,
জানি ও আস্তে আস্তে
গোড়ালি পেরিয়ে হাঁটুতে উঠে আসবে ।
সাথে করে আনবে যত রাজ্যের
হৃদয়হীন পলিথিন ,
রূঢ় প্লাসটিক , ক্ষতিগ্রস্ত আবর্জনা
আর পচা গলা যত রাজ্যের দুর্গন্ধের ভান্ডার ;
বৃষ্টির কোন দোষ ছিল না
উজাড় করা জঙ্গল পেরিয়ে
সে ঠাঁই পেতে চেয়েছিল নিজস্ব আঙিনায়
সেখানেও হৃদয়ের বেসাতি
এ জলা ও পুকুর  ডোবা ক্ষেত কিছু নেই
বাঁজা নদীর বুকে দীর্ঘশ্বাস ;
তাই আমার উঠোনে একটু বেশি উৎপাত ।
ফায়দার ঘরে প্রাকৃতিক দুর্যোগ আলোচনা
ব্যাস ও টুকুই ;
আর লড়াই জীবন যুগচিত্র আঁকছে ।