মন্তব্যের ঘর জুড়ে বসেছিল স্পৃহা
আগ বাড়িয়ে কোন কিছু বলে
মুক্তো বনে নেহাতই বেনামি ফুল ছড়িয়ে কি লাভ ?
তাই চুপ করে রাস্তা বদলের অপেক্ষায় প্রহর কাটছে
ঘাসের ঢেউ ছিটকে পড়ছে তলে তলে
তাকে সামাল দিতে ক্লান্ত হয়ে পড়ছে গাছের ছায়া ;
লোকালয় অনেক দূরে
তোমার আমার করতে করতে বিষণ্ন বিকেল রাত নিয়ে এল
ঘর করতে ঘরে তো পৌঁছতে হবে ?
না হলে উঠোন জুড়ে খেলা করা কান্নায়
গোলমাল তোড়পাড় আক্ষেপ
একে একে বলে কয়ে উঠে গেল চেয়ার ছেড়ে
বসে থেকে সময় কাবার হয়ে যেতে পারে
কিন্তু কেউ শুনছে কোন মন্তব্য
কমতে থাকা স্পৃহায় মরা কান্না কাঁদছে
দিগন্তের লোকভূমি ।
এবার আসি তাহলে ।