রাগের পৃষ্ঠা জুড়ে শুধুই সাদার খেলা
এদিকে চোখ রেখে উড়ালপুলে চাপতেই
ওদিকে হল্লা আর চোখে পড়ল না ,
সীমানা পেরিয়ে যেই ওদিকে
পুরোটাই সাদার উপর শুধু কাদার ছিটে ।
তুমি গায়ে মাখতে ভালোবাসো
তাই জল ছিটাতে ছিটাতে
সহজেই পড়ে গেলে দলদলে ,
পেছন ফিরে সদলবলে
নিজেকে পাকা সোনার আগুনে পোড়াতে চাইছ
দেখলে তুমিই নেই
শুধু থোকা থোকা রাগ পথ আগলে বসে আছে ।
পথে পথে কত রাঙানো রঙিন
মিলেমিশে আলোছায়ার ছায়াছবি ,
সেই সাদা পর্দায় তোমার ফুঁসে ওঠা রাগযাত্রা
আরো বিবর্ণ বিযুক্ত সাদায় সাদা ।
এবার অন্তত রঙে রঙিন হও
পর্দাজুড়ে তোমার রঙে হোক রঙিন ।