ঠিক চলা অভ্যাসেও জমছে জমা জল
ওঠা পড়া ঢেউয়ে শুধু হচ্ছে ছলাকছল
শুকিয়ে কাঠ বেরনো জিভ চলে ভেসে
অযাচিত খণ্ড কুড়ায়; ভাবে, থাকব হেসে।
কে যেন কে ডাক দিয়ে যায় হুমকি সুরে
এবার নাকি পতন শুরু, বিশ্বজুড়ে।
আমার ঘরেও আঁচ লেগেছে মহামারির
বাড় বন্যা দাবদাহে প্রকৃতিও মহাস্থবির ;
কি যে হবে ভাবছে কেবল লুটের মাল
নিজের পরা আঁচলে নিজেই বেসামাল ।
খুদকুড়োটাই এত বড় ক্ষিদের রাক্ষসী
বেঁচে আছে নিজের বাঁচা মুক্ত সর্বনাশী।