ভিজছে ভিজতে কাঁপন ধরে যায় বুকে
ছাতার মত ছাদ উড়ে যায় পরম সুখে ,
বৃষ্টির টাপুর টুপুর শ্রাবণ ভাদ্র খেলায়
বেসামাল উঠোন পড়েছে বড্ড জ্বালায় ।
রাত নেই দিন নেই মেনে চল অনুশাসন
না হলে বৃষ্টি থামলেই রোদের জ্বালাতন
শীতের কাঁথায় টানাটানি পথ হারা ওম
ঋতুর খেলায় ক্লান্ত , ভাব বুদ্ধির সোম ।