নাই ত বুঝলাম
থাকবে না তাও বুঝলাম ,
কিন্তু ছিল তো
তাহলে থাকবে নিশ্চয় ।
যে অধিকার করল
তার কি সব আছে ?
যে ছেড়ে দিয়েছিল
তার কি সব হারিয়ে গেছে ?
পায়নি যে সে কি কিছুই পায়নি
যে পেয়েছে তার কি সব পূরণ হয়েছে ?


যার অনুভূতি গোলাপের পাপড়ি হয়ে
বিন্দাস শুয়ে আছে
কোন কাঁটা তার চোখেই পড়ে না ।
কি তার পাওয়া
কি তার চাওয়া
থাকলেও কি
আর না থাকলেও বা কি ?
সকালের মত সব আছে
রাত্রির মত ডুবে যাওয়া আঁধারেও
বার বার ফিরে আসে
মানুষ, মনুষ্যত্ব।