(১)
লোভীরা আমার মুখেই বাস করে ,
আমারই রূপান্তরে
বাড়তে থাকা গগনচুম্বী সিঁড়ির ধাপে
শুধুই ধস নামে ।


   (২)
পাওয়া না-পাওয়া প্রেম ব্যর্থতা
সৃষ্টি ক্ষয় - সেই আগের মতই আছে ;
ক্রমাগত বাড়ছে শুধু
আকাশচুম্বী চাহিদা ।


   (৩)
বৃষ্টির অতি আদর শুধু
ধুয়ে মুছে সাফ ,
বানভাসি শ্রাবণ আজও
আর্তের বাড়ানো হাত ।


    (৪)
দেখা তো দেখতেই পাচ্ছ
না-দেখা দেখার অভ্যাসে
কুৎসিতও সুন্দর হয়ে ওঠে