শুধু শুধু স্বপ্ন দেখলে হয়না
প্রেক্ষাপটে পরাতে হয় গয়না
তার উপরে সহ্য হবে কি হবে না
অন্যের তাতে এসে যায় কি যায় না
নিজের ভরসায় আস্থা আছে কি না
তার উপরে আছে স্বপ্নের উপস্থাপনা
সব কিছু মিলে গেলে স্বপ্ন স্বচ্ছ এক আয়না।


বাস্তবের স্বপ্ন বেয়ে গড়ে ওঠে জীবন
এগিয়ে চলে আগামী পেয়ে স্বপ্ন মন
তোমার আমার কথা হয় আনন্দ বন্ধন
সাজানো স্বপ্ন আমাদের বাঁচায় প্রতিক্ষণে।