বাসনার রূপ বৈচিত্র্যে তোমাকেই আমি আঁকি
আকাঙ্ক্ষার গতিবিধিতে তোমাতেই আমি হাঁটি ,
বিস্ময়ের হাতছানিতে তোমাকেই আমি যাপন করি
সুখের অবকাশ প্রাপ্য জোরে তোমাতেই উড়িয়ে দিই
পাপ পুণ্য বিচারে আমি তোমাকে সামনে দাঁড় করাই
লোভের পুরোটাই তোমার অংশ ধরে ভাগীদার হয়ে যাই
আর যত দুঃখ কষ্ট ব্যথা ভয় অনাচারে
তোমার জন্য দোষগুণ সব মাপি অবকাশে ।
তোমাকে ভালোবাসি
তাই এ সব আমি তোমাকেই পসরা সাজিয়ে
পৃথিবীর দাপিয়ে বেড়ায় জীবনের রহস্য যাত্রায় ।
পরিপূর্ণ প্রেমের আনুষঙ্গিক বিভাস আলোয়
এ সব কিছুই নেই
সেখানে প্রেম আর প্রেম আর শুধুই প্রেম ।