এটুকুই বলে বারান্দা ঢুকে গেল ঘরে
ছড়িয়ে পড়া আলোর গুণ
বাতাসের আপেক্ষিকতা
মাটির কৌশিক সিক্ততা
আর টুকরো টুকরো ইশারার
অবস্থানকে ঝুলিয়ে রেখে
ঘর বেরিয়ে পড়ল ঘরে বাইরে ।
সেখানে মেঘেদের মাঠ খেলা আর চোখে পড়ে না
পায়ে মাড়িয়ে যাওয়া ঘাসেরা উধাও
গায়ে লেপ্টে থাকা কাদাও সাফসুতরো ;
আমি তাহলে বাদবাকী দিয়ে করব কি
তার চেয়ে সীমানা পেরিয়ে
হুঁস ফিরে সকালের ঘুম ভাঙুক
যতটুকু বলা পুরোটাই বলুক ।