(১)
দেহ কিছু জানে না
তাও সে প্রায়ই থার্ড ডিগ্রী খায় ,
মন মিটিমিটি হাসে ।
উল্টো আঘাতে কেন জানি না দেহ আরো অবশ ।


    (২)
তার দুপুর হয়ে যাওয়া অবসর
একা একা সময় কাটায় ,
সঙ্গ দেওয়া বিকেল
গোলাপ হাতে দাঁড়িয়েই থাকে ।


    (৩)
খুঁটিতে বাঁধাই থাকে ,
যতই বলে উড়ু উড়ু
আসলে তুই আকাশভীরু ।
ও মন , তোকে আমি ভালই চিনি ।


    (৪)
জলের প্রবাহে ঔদ্ধত্য দেখায় বাঁধ
তাই বারবার ভেঙে যায়,
ভুক্তভোগী সাধারণ
বছর বছর ক্ষত বয়ে বেড়ায় ।