(১)
সবাই দিতে পারে , দেয়ও ।
তুমি কতটা নিতে পারলে
তাতেই মনুষ্যত্বের মাপকাঠি ।


     (২)
অবুঝ তাই
খুব বুঝেছি তোমাকে ,
হৃদয়ের কথায়
কথা বলাই আমাকে ।


     (৩)
দেহ কিছু জানে না
তাও সে প্রায়ই থার্ড ডিগ্রী খায় ,
মন মিটিমিটি হাসে ।


     (৪)
দুমুঠো খুদকুঁড়ো
পতপত করে উড়ুক না উড়ুক
আমি আমার উঠোনে
আজও স্বাধীনচেতা ।