নিজের কথা অন্যকে বেচে দিও না ভাই ,
কষ্টের রঙ মিশিয়ে
কথার পিঠে কথার সাম্রাজ্য রচনায়
নিজের নিষিক্ত হাজারও ভাবনার মায়াজাল
অন্যকে বেচতে কত কি না করলে
পাহাড়ে চড়লে সমুদ্রে নামলে
নিজের ক্ষত চিনলে চেনালে
কিছু খোঁচানো বিষের
একতরফা উল্টানো মাছভাজা
আর হয়তো বা রসের টইটুম্বুর জিভে গজা
ওরা সব চিবিয়ে আস্বাদ নিয়ে চলে গেল ।
তুমি কথার ব্যবসাদার
তাৎক্ষণিক লাভের গুড়
পিঁপঁড়েদের খেয়ে যাওয়া
চোখেই পড়ল না ;
আবার তাদেরই বিষধর কামড়ে
নীল হয়ে যাচ্ছ নিজেরই অবস্থানে ।


ভাই নিজের কথা অন্যকে বেচে দিও না ।