(১)
বড় হওয়া একটা নজিরমাত্র ;
মানুষের বড় হওয়া
ছোট হওয়া বলে কিছু হয় না ।
ফল যত বড়ই হোক বীজ কিন্তু একই ।


        (২)
প্রশ্রয় যদি স্নেহের ঘাড়ে চেপে বসে
আগামী হয়ে যায় দিশেহারা ।


      (৩)
কলহ কোন বার্তা নয় ,
তাই তার মাথায় কাঁঠাল রেখে
ভাগ করে খেয়ে
জীবন গড়া যায় না ।


        (৪)
একা একা দুপুরের বড্ড বিরক্তি
জমা করতেই থাকে আবর্জনা।
বিকেলের চোখ যদি ঘুরে তাকায়
সারা ঘর খিলখিলিয়ে ওঠে।