নুড়ি কুড়িয়ে নদীকে
           করে দিই এলোমেলো
পাথর ভেঙে পাথরের শীর্ষচূড়া
               কিছু কি পেলো?
মাটি সরিয়ে কংক্রিট
             আস্তরণ ভারাক্রান্ত
আরো নিশ্চুপ সবুজ
            রুষ্ট এনে দেয় অবিশ্রান্ত
ডুব সাঁতারের আরো গভীরে
                  অস্থির লণ্ডভণ্ড
আবর্জনার স্তুপে স্তুপাকার
                এ জীবন খণ্ড খণ্ড
স্রোতের হাওয়ায়
            উড়ছে শুধুই ধুলোর শাসন
কত কি আসছে আনছে
                 কোথায় অনন্তের বাঁধন
হৃদয়ের ছোট ছোট অণু
                  বাঁচিয়ে রাখছে বেলা
নিজের হাতে নিজের গড়া
                  বিস্ময় আঁধার খেলা