সুযোগ হাতছাড়া চায় না


উৎসমুখ পেলেই
সূচ হয়ে ঢুকবে
সময় পেরিয়ে
ঝোপ বুঝে কোপ
ফাল হয়ে ফালা ফালা করে
নিজের দিকে ঝোল টানবেই।


তাতে ছায়া নষ্ট
মায়া পথ হারায়
মাথাব্যথার রক্তক্ষরণ হয়
অমৃতে বিষ, গরলে তরল
যে কোন সীমানায় পথে থাকে পথিক।


গোপনে আক্ষেপ
আমি কি করব?
সামনের সুযোগ
আমি কি ছেড়ে দেবো?


জানি মশাই, তুমি লুফে নিতে
আগু পিছু ভেবে
কেউ কিছু ফেলে রাখে না।