কতজন ছেড়ে চলে যায় কতজন থেকে যায়
মনের কোনে অশান্তিও থেকে যায় চলে যায় ,
কতজন এসে বসে পড়ে বা দেখেই চলে যায়
আমার পড়ে থাকা শান্তি আমাকেই গল্প শোনায় ।
আ-ধোয়া চায়ের কাপে শুধুই ছাপ থেকে যায়
জনে জনে জনারণ্যের একা একা রূপ বদলায় ,
মুছে ফেলা দাগে আবার আঁচড় কাটে কতজনে
আসা যাওয়া তুমি আমাকে আমি খুঁজি আনমনে ।
জমে থাকা যন্ত্রণার মেঘে বৃষ্টির পদধ্বনি শুনে
হৃদয়ের কথা আজও বাঁচে হৃদয়ের নিজস্ব গুণে ।