ঘরকে টেনে এনে যদি কর বাইরে
ঘর তাহলে তোমাকে আঁকবে কি করে


কোণায় কোণায় সাজানো শান্তিদীপ
বাইরের ধুলো ঝড়ে কেন কর নিষ্প্রদীপ


অশান্ত সমুদ্র পেরিয়ে ছাউনিতে দুদণ্ড
একেবারেই নিজস্ব জীবন আনন্দ অখণ্ড


ফুলের দোলায় দোলা মৌমাছি অনুভূতি
বুঝতে শেখা হৃদয়ে আকাশ স্পর্শশ্রুতি


ঠোকাঠুকি লাগে না ঘরের চলাফেরা
পৃথিবীতে বাস করে সেই ঘর স্বপ্নেরা