নিজের কাছে নিজেই যখন
খেলবে লুকোচুরি
ভাঙামাটি নত জীবন
খুঁজবে জারিজুরি

ভোগ করে যাও ভোগের থালা
ঢেকুর তুলে
চোখগুলো বেশ চকচকে
ধাঁধাঁয় শীর্ষমূলে


কে কেন কি পায়নি পাবে
দিচ্ছে কে বা ফাঁকি
আত্মদম্ভ নিজের ভাগে
পুণ্যস্নান তবুও বাকী


উচিয়ে লাঠি অসহায়
সামনে থাকে তাকিয়ে
নিজেই তখন ভয়ে ভয়ে
মৃত্যুকে রাখে বাঁচিয়ে।