(১)
আমি বুঝতে পারিনি
নিজেকে বাঁচাতে একটা গোলাপ
কতটা জরুরী ।
তাই বার বার গোলাপ ছিঁড়েছি । বাঁচতে শিখিনি ।


   (২)
আঁচলভরা শাপলা ফুলে
গ্রামবাংলা লুকিয়ে থাকে ;
দল বেঁধে হাসির চুড়িও
বাজতে দাও বিল পুকুরে ।


   (৩)
দুর্নীতি কোন বিন্দু নয়
আস্ত একটা পিরামিড ,
জীবন্ত মমি ক্রমাগত বাঁচিয়ে রাখে
ধ্বংসের শিল্পকলা।