কখনও ছেড়ে যায় না যেতে পারেনা
নাড়ির বন্ধনে বাঁধা জীবনের আয়না ,
কোলের আদরে ঘুম অনাবিল শান্তির
রূপকথা হামাগুড়ি আগুয়ান প্রশান্তির ;
কষ্টের কাঁটায় যখন আগুন খেলা করে
খাদের কিনারায় খাদ নাগালের বাইরে
তখন মাগো, তোমাকেই যে মনে পড়ে
সেই হাঁটি হাঁটি পায়ে গুমরে ওঠা ঝড়ে ।


কখনও ছেড়ে যায় না যেতে পারেনা
স্নেহের স্বপ্নেই থাকে আবদার বায়না
প্রখর রৌদ্রে মাগো তুমি শীতল ছায়া
বুকের মাঝে ওঠে সুর হৃদয়ের মায়া ;
রক্তের শেকড়ে টান মাটিতে জড়িয়ে
অনাদি সৃষ্টি তুমি মাগো দুহাত বাড়িয়ে ।
ডাক দিয়ে যায় খোকা আয় খোকা আয়
দু'দণ্ড জিরিয়ে নেয় তোমারই মমতায় ।


কখনও ছেড়ে যায় না যেতে পারে না
কে পেয়েছে কে পায়নি আর ভাবি না ,
কতটুকু সাথে আছে গেছে কি হারিয়ে
গন্ধটুকু রক্তস্রোতে বুকে থাকে জড়িয়ে
জীবনটাই জীবন মাতৃ অহংকার মোহ
সৃষ্টির স্বতন্ত্র জন্ম হৃদয়ের আত্মদ্রোহ ।
মাগো তুমি মা তোমার হয় না তুলনা
কখনও ছেড়ে যায় না যেতে পারে না