মনের কথা বলতে গিয়ে মন বাইছে খেয়া
কত কথা বলছে মন করছে দেওয়া নেওয়া ,
ভেবেছে যে যতটুকু সবটুকু কি হয় ফাঁকি ?
মনের দ্বন্দ্বে উঠছে ঝড় রেখেছে সে কত বাকী ?
কি চেয়েছে আর কি করেছে ভাবার সময় কই
পাওনা মনে প্রশ্ন জাগে আর দক্ষিণে চেয়ে রই ।
তরীখানা ভাসতে ভাসতে উজান হারায় পথ
আমার আমি বুকেই কাঁদে না বলা মতামত ,
বিঘ্ন চূড়ায় বিন বাজিয়ে জয় করেছে দুঃসাহস
ভাঙতে ভাঙতে আসর মাতায় তৃপ্ত মহা মানস ;
এক্ষণে আর পরক্ষণে মেঘ মহিম বৃষ্টি খেলায়
সাত রঙা সে আকাশ পাতাল মনের মোহনায় ।
        -০-০-০-০-