মাথায় তার কিছুটি ছিল না জানত
অনেক মাথা খাটিয়ে নিজে সে মানত ,
তাই সে বলতো কম শুনতো অনেক
শ্রোতারাও ছুঁড়ে দেয় ভাবনা শতেক ।
সে ভাবা কেউ শোনে না বলে বোকা হদ্দ
তার বলা উল্টো বুঝে করে তাকে জব্দ ,
ঘরে ফিরে ঘর খোঁজে বোবা একা শ্রান্ত
একা বলে একা শোনে ভাবুক ভাবান্ত ।


খুব যে বলতে হবে যেখানে যা বলা
শোনার কি দরকার ?  পাবে কাঁচকলা !
শুনলে ভাবতে হবে বুঝে যাবে ফক্কা
অল্প শোনা বক্তারাই মারে শুন্যে ছক্কা ।
ভাবুক তাই আজও ভেবে পরিশ্রান্ত
মাথাটা তার কেন যে খাটছে অক্লান্ত ।
      -০-০-০-