ওগো তুমি, একবার হেথা দাঁড়িয়ে যাও
আমার হৃদয়ে এসে আমারে জাগাও
তোমারই প্রত্যয়ে আমি গড়েছি ভূমি
দাও দাও ভরে দাও শস্য গোলাখানি
বিশ্বাসের বলয়ে রচি ফলের বাগান
তোমারই কর্মে উঠুক তারই জয়গান।


বিজয়ের ডঙ্কায় শুনি কান্না কলরোল
খুশির জোছনা বিছাও উন্মুখ উতরোল
তুমি এসো হাতে ফুল , গর্বের হাসি
মুছে দাও এ রক্তিম পঙ্কিল সর্বনাশী
যে টুকু রয়েছে মোর সহায় সম্বল
কায়েমি জোট ভেঙে কর হে নির্মল।


এত দুঃখ কষ্ট আর অত্যাচার সয়ে
কেমনে বাঁচিছে আমরা দেখ হে চেয়ে
সুখের খোঁজেতে আমি মারিছে আমিকে
জাগাও জাগাও আমায় শাসন সমুখে
শান্তির বর্ষায় ভেজাও আমারে যতনে
মঙ্গল প্রদীপ জ্বালাও আমার নির্মাণে।