খুব গর্ব করে সারা পাড়া
মা বলে বেড়ায় - আমার হীরের টুকরো ছেলে,
কত কি পারে, সবার চেয়ে সেরা।


সময়ের হাত ধরে বাইরে বেরিয়ে
ছেলে দেখে
কত জনে কত কি পারে!
কঠোর শ্রমের ডানায় ভর করে
বিশ্বের ঘুর্ণিপাক জয় করছে
রহস্যের পর রহস্য ।
ছেলেটি সেখানে নিতান্তই তুচ্ছ।


একটুখানি ঘর উঠোন সারা পাড়া, পাড়া বেড়ানো
নিজের জমি থেকে শস্য কুড়ানো
মাঝে মধ্যে আত্মীয় বাড়িতে গল্প  
মায়ের এইটুকুতে ছেলেও  
নিজেকে কেউ কেউটা ভাবত।


সমাজ স্রোত ততটা উদার নয়
একটুও আদরের গামছা পেতে রাখেনি,
তার হীরের টুকরো  
তাচ্ছিল্যের ইট পাথরে জর্জরিত।


মা জেনে গেছে - ছেলে আমার হীরের টুকরো।
আর সামাজিক ছেলে
আবার বাবা হয়ে উঠছে ;
হয়তো সেও হবে
কোন এক আদর্শ বাবা।