সৃষ্টির বিভক্তির সাথে আমারই বাঁধানো ছবিটা
উইপোকাতে নষ্ট হয়ে যাওয়ার পর
আমি আর এ ঘরে নিজেকে কিছুতেই খুঁজে পাচ্ছি না ।
অনেকবার ঘর পাল্টাতে গিয়ে
পুরনোকে ভেঙেছি ফেলেছি বদলেছি
এমন কি নতুন করে গড়েছি ;
কিন্তু আমার সেই আদ্যিকালের ফটোফ্রেম
ঘরের কোথাও না কোথাও দেওয়াল জুড়ে থাকত ।
কেউ খোঁজ করে নি ভাবে নি দেখে নি
ঝুল ময়লার সাথে তার অস্তিত্ব আমিও ঘুরে তাকাই নি ।
আজ টাঙ্গানো ফ্রেমে আমিও দোদুল্যমান
সৃষ্টির খোঁজে উঁকিমারা দিনান্তরে
আমার মুখটাই খেয়ে নিল সময়ের উইপোকা ।


আমি নেই শুধু আছে ফটোফ্রেম ।
     -০-০-০-