মনে দুঃখের জাগরণ ঘটিয়ে বেরিয়ে পড়া অবসরে
কত সব অজানা চিত্রের
একের পর এক পুঞ্জীভূত সমীকরণ ছড়িয়ে পড়ে বুকের মাঝে ।
সমব্যথী যন্ত্রণায় নুয়ে পড়া মেরুদন্ডে
নানান বিন্যাস বিকিরণ  
ভুল না ঠিক !
মৃত্যুর পরে আর কিছু নেই বলে সংশয়ের পৃষ্ঠা জুড়ে শুধুই প্রতিবাদী ভাষা
মানবিক মুখের দিকে তাকিয়ে ।
যারা তাকিয়ে ছিল
তারা তাকিয়ে আছে আজীবন , তাদেরকেই ডিঙিয়ে যেতে দেখে
মনের মধ্যে জমা দুঃখের পাহাড়
বার বার নড়ে ওঠে ।
ছোঁ মেরে বাঁচাটুকু কেড়ে নিয়ে
সময়ের মুখে মুখ রেখে
বেশ বেঁচে আছে ।


কেন তৈরি হল বি-মুখ পৃথিবীর অসময় য্ন্ত্রণা ?
-০-০-০-