ঘর থেকে তাড়িয়ে দিলে
আমি আর কি করবো
দুটো বকা খাব নয় বকা দেবো
সেই ঘরে ফিরে আসবো ,
মাঝে মাঝে চাঁদ যে সব কথা বলে
তাই শুনবো শোনাবো
বাঁশ বাগানের মাথায়
হলদে রঙের আকাশ দেখবো দেখাবো
মাটির সোঁদা গন্ধে
পা পিছলে পড়ে গেলে যাবো
ঘাসেদের নরম বিটকেল হাসি
সইতে হলে সইবো
রাস্তার কুকুরটা পাহারা দিতে ভুলে গেলে
চুরি মেনে নেবো ;
জানি এসব তোমার কাছে মনোবিকার ,
খাবি খাচ্ছি খাবো
তবু এই ঘর কিংবা সেই ঘরে
আমি ফিরেই আসবো
ঝুল বারান্দায় দুজনে দাঁড়ানোর লোভ
বাঁচিয়ে রাখবো
ফিরে ফিরে নগ্ন উঠোন পেরিয়ে
ঘরে এই ঘর আঁকবো
রাত দিন ধানাই পানাই যাই হয় হোক
তোমাকেই ভালোবাসবো ।
       -০-০-০-