কতদিন শুন্যের সাথে খেলা হয় নি
কাঠফাটা দুপুর পেরিয়ে বিকেল হয়ে এল
খেলার সাথী খেলতে খেলতে পথ হারিয়ে
আবার পথে এসে মিলে গেল মিলিয়ে গেল
শুন্যের সাথে দেখাই হল না ।
সেবার যখন বিলপুকুরের ধারে
সঙ্গী ছিল না হাসি কান্না সুখ দুঃখ বাঁচা মরা কিছু ছিল না
শুধু শুন্য ছিল
আমার হৃদয় হরন বরণ ভরন শুধু শুন্য ছিল
আমি তারই বাহুডোরে জীবন হতাম
সুখের বাসর আনন্দ গান জন্ম হলাম
সকাল বিকেল নরম রোদের দুপুর হতাম
সবার সাথে সব হয়ে আবার একলা হতাম
শুন্য তোমার সাথে হেসে খেলে
আমি বড় হতাম আরো অনেক বড় হতাম ।
কতদিন পেরিয়ে গেল
স্রোতের হাওয়া অবাক বয়ে গেল
মিছে নদীর জংলা বনে
আকাশ এল বইল বাতাস
আর শুন্য কোথায় হারিয়ে গেল
আমার একলা জীবন
হায় শুন্যের সাথে দেখা হল না
খেলার বয়স পেরিয়ে গেল
খেলা হল না ।
-০-০-০-