নাই নাই রব ওঠে দিগন্ত জুড়ে
আমি ভাবি এই তো আমি
কর্মের অস্তিত্ব মুড়ে ,
ধুলোভরা বাতাসে
সত্যিই তো শুদ্ধতা কম
তাই বুকে ভরেও
লাগছে বেশ অন্যরকম ।
বাজারে চড়া দাম
আমার পকেট ফাঁকা
টুকটাক অল্পস্বল্পেও
ভরিয়ে ফেলি ঝাঁকা ,
ভিড় ভাট্টা গাড়িতে রাস্তায়
সইয়ে নিয়েছি চলা
তাতেই আমার বেঁচে থাকার
সার্থক কথা বলা ,
যে আমাকে ঠেলে সরিয়ে দিল
তার পাশে আমিও আছি
আমার মাথা তোলাই ছিল ,
যেখানেই যাই প্রথমেই ভাবি
আমি কি পেলাম ?
সেই পাওয়ার হিসেবে
আমার জায়গা সত্যিই কি অকুলান ?
দিনের শেষে শুন্য ঝুলিতে
লিখে রাখি সংগ্রাম
সবাই এভাবে ভাবলে
আজ নয় কাল
আসবেই সুন্দরের নাম ;
সেই নামে তোমার সাথে
আমারও হবে পাওয়া ,
তাতে হবেই হবে
জীবনের গান গাওয়া ।
     -০-০-০-