তোমার সামনে তুমি দেখো তো দাঁড়িয়ে
নিজেকে নিজেই তুমি চিনেছো কি স্পষ্ট ?
নাকি অন্য কেউ ‘তুমি’ জীবনে জড়িয়ে
শুধু শুধু জমা করো দুঃখ ব্যথা কষ্ট ।
চেষ্টার গোলাপ বনে কর্মের ঠিকানা
রেখেছে সাফল্য এঁকে পাপড়ি রঙিন
তাতেই কুড়ানো সুখ শান্তির খাজানা
তোমাকেই খুঁজে নেবে তোমার সুদিন ।


পরিচয় প্রতিচ্ছবি নিজের আয়না
বার বার মেলে ধরে মাপকাঠি তুমি
তাতেও পথের ভুলে হাজার বায়না
যে করেই হোক তবু গড়ে নিজ ভূমি ।
আমি তো আরো সহজ তোমারই পাশে
তুমি শুধু তুমি হও তোমার আকাশে ।