ভালো চাইতে চাইতে দেওয়ালে পিঠ ঠেকে যায় ,
একটার পর একটা ভালো না লাগা
খুঁচিয়ে খুঁচিয়ে আঘাত করে যায় ;
সোজা হয়ে দাঁড়াতেই কাটছে সময় ।


কে যেন কান ধরে শিখিয়ে গেল
তুমি কি করে জানলে এটা ভালো নয় ?
খারাপে কার কিভাবে ভালো লুকিয়ে আছে
ভাল আরও ভাল কিভাবে কাকে
গোষ্ঠী তত্ত্বে ব্যতিব্যস্ত করে
আকাশের দিকে কিংবা মাটির কাছাকাছি
গেয়ে যায় খুব ভালো আরও ভালো গান ।


সময় পেরিয়ে দলছুট অসহনীয়
সংজ্ঞা রচনা করে ,
বলে যায় - ভালো হবেই হবে ।
উঠোন জুড়ে শুদ্ধ বৃষ্টির সারি গান
মাতাল স্রোতে দল ভরিয়ে দলবদ্ধ হয় ।
জীবনের কথাচিত্র মুখর হয়
আঁকিবুঁকি আঁকতে আঁকতে বড়দের আসর জমায়
আর সব স্বতন্ত্রে ভালো ভালো
শুধুই ভালো ।