নদীর স্রোত আমাদের পাড়ায়
কিছুতেই বাঁক নেয় না ,
ঢেউ খেলতে খেলতে আত্মহারা উজান
ঘর বাইরে আরো জড়তায় বাধা পেয়ে
উন্মুক্ত অনন্তে ভেসে চলে যাবে
আরো দূরান্তে ;
আর তারই কোলে
উথাল পাথাল স্রোতে
জন্ম নেবে প্রজন্মের ইচ্ছে ।
এভাবেই জনপদে গড়ে ওঠবে স্বদেশে
আমরাই নদীর পরিবাহী
অকুলান পরিচয়ে
সবুজ বিভাজিকায়
আরো বড় আরো বড় সভ্যতা আঁকব ।


সে আর হল কই ?
মেঘ ভেসে যায় উচ্ছ্বাসে
টইটুম্বুর নদীর বাঁধেও
বসার জায়গা মেলে না ।
জন্মাবধি কলকল বয়ে যায় নদী ।